অসা¤প্রদায়িক দেশে সকল ধর্মের মানুষ উৎসব পালন করছে : কৃষ্ণপদ রায়

15

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলার আয়োজনে গতকাল যষ্ঠীপূজার মাধ্যমে বাসন্তী পূজার শুভ সূচনা হয়। শ্রীশ্রী চÐীপাঠের মাধ্যমে শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রম, চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ মহারাজ। চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী শ্যামল কুমার পালিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম এর সেকেন্ড সেক্রেটারী উদত ঝা। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্ত, সাবেক সভাপতি দিলীপ কুমার মজুমদার, সহ-সভাপতি নিবাস দাশ (সাগর), সহ-সভাপতি কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চেয়ারম্যান অসীম কুমার দেব। সভায় অতিথি উদত ঝা ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে বাসন্তী পূজার শুভেচ্ছা জানান এবং এই সৌহাদ্যপূর্ণ আয়োজন দেখে উচ্ছ¡াস প্রকাশ করেন। প্রধান অতিথি বলেন, চট্টগ্রামের সকল স¤প্রদায়ের মানুষ অসা¤প্রদায়িক চেতনার মাধ্যমে যেভাবে নিজ নিজ উৎসব শ্রদ্ধার সাথে পালন করছে তা প্রশংসাযোগ্য। রোজার মাসে যেমন একদিকে মুসলীম ধর্মাবলম্বী ভাইয়েরা রমজান পালন করছে তেমনী সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা শান্তিপূর্ণভাবে বাসন্তী পূজা পালন করছে। বিজ্ঞপ্তি