অসহায় মানুষের মাঝে শিল্পপতি সুকুমার চৌধুরীর মানবিক খাদ্য সহায়তা

37

বৈশ্বিক করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন উপজেলার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসচ্ছল কর্মহীন দুঃস্থ প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের কাছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শিল্পপতি সুকুমার চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-চট্টগ্রাম মহানগর শাখার বাস্তবায়নে ১ম পর্যায় থেকে ৩য় পর্যায় পর্যন্ত চকবাজার, বলুয়াদিঘীর পাড়, কোরবাণীগঞ্জ, শ্রীগুরু সত্য নারায়ণ সংঘ, এনায়েত বাজার, গোয়ালপাড়া, পতেঙ্গা থানার কাঠগড়ের হিন্দুপাড়া, শীলপাড়া, জেলেপাড়া, পাহাড়তলী, হালিশহর, দক্ষিণ কাট্টলী, উত্তর কাট্টলী, আকবর শাহ রোড, গুরুকূল আশ্রম, দেওয়ান বাজার, টেরিবাজার, জুবলী রোড, পটিয়া প্রীতিলতা ট্রাস্ট, পাঁচলাইশের গৌরাঙ্গবাড়ী, ষোলশহর ১ ও ২ নম্বর গেইট, পিলখানা, আদর্শপাড়া ও নাজিরপাড়া, আন্দরকিল্লা ওয়ার্ড, রাজাপুকুর লেইন, হাজারী গলি, পাথরঘাটা খ্রিস্টান পল্লী, লালখান বাজার, খুলশী, আমবাগান, রেল কলোনী, বাকলিয়া, রাহাত্তারপোল, কাতালগঞ্জ রাধা মাধব আখড়া, করুনাময়ী কালি বাড়ী, ব্রহ্মাময়ী কালী বাড়ী, ইপিজেট থানা সল্টগোলা ক্রসিং, পাঠানটুলী, ডবলমুরিং থানা মোগলটুলী দুর্গাপাড়া, চাকমাপাড়া ও বৌদ্ধ পল্লী, বায়েজিদ, চাইল্যাতলী, খন্দকিয়া ইত্যাদি এলাকা। এছাড়াও রাউজানে জগৎপুর অনাথালয়, বাঁশখালীর পুকুরিয়া অদ্বৈতানন্দ যোগাশ্রম ও বোয়ালখালী শাকপুরা রাধামদন গোপাল সেবাশ্রমে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য প্রদান করা হয়। পরিবার পিছু ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াঁজ, ২ কেজি আলু, ১ কেজি লবন, তেল ও মিষ্টি কুমড়া। সমাজসেবক অমিত চৌধুরীর সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন- হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, রতন আচার্য্য, সুভাষ বিশ্বাস, বিশ্বজিৎ পালিত, বিকাশ মজুমদার, নিধু বিশ্বাস, অনুপ রক্ষিত, সন্তোষ নন্দী, সুমন দাশ, লিটন দাশ, নিপু শর্মা, বিপ্লব চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি