‘অসহায় মানুষের পাশে দাঁড়ালে মানসিক প্রশান্তি পাওয়া যায়’

12

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহযোগিতায় এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। পরোপকারের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে যথার্থভাবে দাঁড়াতে পারলেই একটি প্রত্যাশিত মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। দুঃস্থ, অসহায়সহ সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীকে সাহায্য করার মাধ্যমে যে সর্বাধিক আনন্দ ও মানসিক প্রশান্তি পাওয়া যায় তা অতুলনীয়। চট্টগ্রাম’র আনোয়ারার বরুমচড়া পশ্চিম ভরাচর গ্রামে মের্সাস তৈয়্যবিয়া ফার্ম’র পক্ষ থেকে ১৫০০ দুঃস্থ পরিবারের মাঝে ১ বস্তা চাউল ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী, মের্সাস এন.এস ফ্রুটস ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান ও ইমাম শেরে বাংলা (রহ:) সুন্নি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আলী হোসেন (আরিফ) উপরোক্ত বক্তব্য রাখেন। গত ২৬ এপ্রিল প্রবীণ সমাজসেবক হাজী নাছির উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্টিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অন্যান্যদের মধ্যে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক, গণ্যমান্য নেতৃবৃন্দসহ মেসার্স তৈয়্যবিয়া ফার্ম’র শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।