অসহায় মানুষের জন্য কাজ করছে ইম্পেরিয়াল সিটি লায়ন্স ক্লাব

5

লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সাধারণ সভা শুক্রবার দুপুরে নগরের ওয়েল পার্কে ক্লাব প্রেসিডেন্ট লায়ন কাশেম শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একটি সংগঠনের মূল শক্তি তার সদস্য। ক্লাবের সদস্যরা যদি সারাবছর সক্রিয় থাকেন, ছোট ছোট কাজের মাধ্যমে সংগঠনে অবদান রাখেন তাহলে মানবতার যে মহৎ উদ্দেশ্য নিয়ে লায়ন্স ক্লাব প্রতিষ্ঠা হয়েছে তা বাস্তবায়ন করা সহজ হয়ে যাবে। লায়ন্স ক্লাব ইম্পেরিয়াল সিটি নীরবে, নিভৃতে দুস্থ এবং অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে চলেছে। আগামী দিনগুলোতেও মহৎ হৃদয়ের লায়ন সদস্যদের সহযোগিতায় সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
ক্লাব সেক্রেটারি লায়ন শাহতাব উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ক্লাবের গাইডিং লায়ন ডা. আবদুল্লাহ আল হারুন, চার্টার প্রেসিডেন্ট লায়ন রোসাঙ্গীর বাচ্চু, সিনিয়র গভর্নরস্ অ্যাডভাইজার লায়ন মোহাম্মদ আলী চৌধুরী, মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ ইলিয়াস, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মনজুরুল আহসান চৌধুরী, লায়ন হুমায়ুন কবির কাঞ্চন, লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন নুরুল আরশাদ চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়ার্টারলায়ন মোসলেহ উদ্দিন মনসুর, জোন চেয়ারপার্সনলায়ন আসিফ উদ্দিন ভুঁইয়া ও সদ্যপ্রাক্তন প্রেসিডেন্টলায়ন আবদুল মতিন।
সভায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট (ইলেক্ট) লায়ন ডা. এস এম সাদিক হোসাইন, প্রথম সহ-সভাপতি লায়ন আসিক ইউসুফ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি লায়ন তারিকুল আলম, ট্রেজারার লায়ন ডা. মেহফুজা রাজ্জাক, জয়েন্ট ট্রেজারার লায়ন জামাল হোসাইন, লায়ন জাহেদুল আলম সাকিব, সার্ভিস চেয়ারপার্সনলায়ন মিজানুল করিম, মার্কেটিং চেয়ারপার্সনলায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, সেফটি অফিসার লায়ন আবু রায়হান, টেইল টুইস্টার লায়ন শেখ ইরফান উদ্দিন ভুঁইয়া, লায়ন সৈয়দ মোহাম্মদ নাসিম, লায়ন মাহবুবুর রহমান মোহন, লায়ন মুরাদুল হক, লায়ন আবু হানিফ লিটন, লায়ন কামরুল হাসান, লায়ন হোসাইনুল করিম আরজু, লায়ন নাজিম উদ্দিন, লিও ক্লাব প্রেসিডেন্ট সিরাজুল ইসলাম রিপন, প্রেসিডেন্ট (ইলেক্ট) সৌমেন বড়–য়া, সেক্রেটারি (ইলেক্ট) শামীম খান, লিও মুলতাজিম সাদিক প্রমুখ। বিজ্ঞপ্তি