অসহায় পরিবারকে ঘর উপহার দিলেন ২৩ বিজিবি যামিনীপাড়া জোন

2

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির তবলছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড গৌরাঙ্গপাড়া এলাকায় অসহায় এক পরিবারকে নতুন একটি ঘর নির্মাণ করে দিলেন ২৩ বিজিবি যামিনীপাড়া জোন। গত বৃহস্পতিবার সকালে দরিদ্র আবাদ মিয়ার পরিবারের কাছে ঘরটি হস্তান্তর করেন অধিনায়ক লে. কর্ণেল এ.বি.এম জাহিদুল করিম। জানা যায়, এই পরিবারটির কোন জায়গাজমি ছিলনা, কখনো অন্যের বাড়ির আংগিনায় কুড়ে ঘরের মধ্যে দিন কাটাতো। একটি ঘর ছিল পরিবারটির স্বপ্ন। গৃহহীন হওয়া সত্বেও প্রধানমন্ত্রীর উপহার কিংবা আশ্রয়ণ প্রকল্পের তাদের ভাগ্যে জুটেনি। লোকমুখে আবাদ মিয়ার অসহায়ত্বের খবর শুনে ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ.বি.এম জাহিদুল করিমের নির্দেশে ব্যাটালিয়ন সদস্যরা খোঁজ খবর নিয়ে সত্যতা পেয়ে জায়গায়সহ একটা ২রুম বিশিষ্ট টিনসেটের একটি ঘর নির্মাণ করেদেন। একই সাথে রান্নাঘর ও পরিবেশ বান্ধব টয়লেটও নির্মাণ করে দেয়া হয় আবাদ মিয়াকে। নির্মাণ কাজটির তদারকি করেন ২৩ বিজিবির জোন এন.সি.ও হাবিলদার মো. শামীম হোসেন। উল্লেখ্য, একইভাবে কয়েকদিন আগেও ২টি অসহায় পরিবারকে ঘর উপহার দিয়ে প্রশংসিত হয়েছেন ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন।