অসহায়দের পাশে গোলরক্ষক সোহেল

37

চট্টগ্রামের পতেঙ্গার ব্যস্ত জীবনের চাকা পুরোপুরি থামাতে পারেনি প্রাণঘাতী করোনাভাইরাস। কিন্তু থমকে দিয়েছে খেটে খাওয়াদের, রাস্তায় থাকা মানুষদের জীবন। এই অসহায়দের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের গোলরক্ষক শহীদুল আলম সোহেল। করোনাভাইরাসের কারণে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও প্রিমিয়ার লিগ বন্ধ। জাতীয় দলের খেলাও স্থগিত। ছুটি পেয়ে ঢাকা ছেড়ে পতেঙ্গায় ফিরেছেন শহীদুল। দেড় বছর বয়সী ছেলের সঙ্গে খুনসুটি করে সময় কাটছে বলে জানালেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক। “পতেঙ্গায় এখনও অনেক গার্মেন্টস খোলা আছে। তাই অন্য জায়গার মতো নীরব নয় আমাদের এই এলাকা। তবে নিয়ম মেনে আমি ঘরেই থাকছি। ছেলেকে সময় দিচ্ছি। বৌ ঘরের কাজ করে আর আমি ছেলের কাজ করিৃগোসল করাই, খাওয়াই, কাপড়-চোপড় পরাই..এভাবেই সময় কাটছে।”
“বাইরে গিয়ে যেহেতু অনুশীলন করার সুযোগ নেই, তাই ফিটনেস ধরে রাখার জন্য ঘরেই হালকা অনুশীলন করছি। মাঝে মধ্যে দৌড়াতে একটু বাইরে বেরুচ্ছি। অবশ্য তখনও গ্লাভস, মাস্ক পরে; যাতে কেউ বলতে না পারে নির্দেশনা মানছি না।”