অসহায়দের ঘরে ঘরে খাবার দিচ্ছে সেনাবাহিনী

19

মহান মে দিবসেও বসে ছিলনা খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা। ২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র নির্দেশনায় পবিত্র মাহে রমজানে দুর্গম পাহাড়ে অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা।
গতকাল সোমবার সকালেও জেলার বিভিন্ন উপজেলায় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শতাধিক হত-দরিদ্র ও ধর্ম’যাজকদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান।
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান জানান, পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনা সদস্যরা করোনা পরিস্থিতির কারণে প্রত্যন্ত পাহাড়ি পল্লীতে অনাহারে-অর্ধাহারে থাকা মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করছে। বাংলাদেশ সেনাবাহিনী করোনা যুদ্ধে সকলের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রাখছে।
এসময় অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী মো. কাওসার জাহান, রিজিয়নের বি.এম মেজর মো. এমরান হোসেন, জি.টু.আই মেজর মো. মঈনুল আলম, জি.টু (শিক্ষা) মেজর পারভেজ’সহ পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।