অশেষ বিড়ম্বনা পথে পথে

29

ঈদ মানে ঘরে ফেরা, গ্রামে স্বজনদের সাথে কয়েকটা দিন আনন্দে থাকা। নগরের কর্মব্যস্ত মানুষগুলো বছরে দু’বার কিছুটা বেশি ছুটি পেয়ে এবং নিয়ে যেদিকে যেভাবে পারে ছুটে গ্রামের দিকে। এটা যেন একটা বড় সুযোগ পরিবহন সংশ্লিষ্টদের। যত পদক্ষেপ আর আধুনিক প্রযুক্তিই ব্যবহার করা হোক কিছুই যেন কাজে আসেনা। রেলের টিকেট হাওয়া হয়ে যায়, সড়কে পথে পথে যানজট, অতিরিক্ত ভাড়া, হয়রানি, নৌপথেও ঝুঁকি, বাড়াবাড়ি। সারা পথের যন্ত্রনা গায়ে মেখে তবুও মানুষ ছোটে নাড়ির টানে স্বজনদের কাছে, স্বজনদের পাশে।