অশুভ শক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে : ফরিদ মাহমুদ

12

২৬নং উত্তর হালিশহর নাথপাড়া শ্রীশ্রী ভদ্রকালী মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী শ্রীশ্রী সন্তোষী মায়ের পূজা ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চতুষ্প্রহর হরিনাম সংকীর্ত্তন এবং চার হাজার ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সমাপনী দিনে অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ। তিনি বলেন, একটি অশুভ শক্তি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে ধর্মকে পুঁজি করে নানারকম উস্কানি দিয়ে ও গুজব ছড়িয়ে সা¤প্রদায়িক স¤প্রীতি নষ্ট করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। যেন এদেশে কোন অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। মাননীয় প্রধানমন্ত্রী বিগত দিনগুলোতে যেভাবে মহামারি, যুদ্ধপরবর্তী পরিস্থিতি সামাল দিয়ে উন্নয়ন, অগ্রগতি অব্যাহত রেখেছেন, তাতে সমৃদ্ধির পথে আমরা নিশ্চিত এগিয়ে যাবো।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সুরথ কুমার চৌধুরী, নগর যুবলীগ সাবেক সদস্য দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী, বাবুল দাশ বাবলু, দেলোয়ার হোসেন সুমন, জালাল মিয়া, সন্তোষী মায়ের মহোৎসব পরিচালনা পরিষদের সুজন নাথ, কুশলব নাথ, সুভাষ নাথ, তপন নাথ, পিকলু নাথ, সুমন নাথ, তরুণ নাথ, বিশ্বজিত ধর, সজল নাথ, সনজিৎ নাথ, বাপ্পী নাথ, স্বপন নাথ, বাবলু নাথ, সুজন নাথ আর্মি, বিপ্লব নাথ প্রমুখ। অতিথিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে মন্দির কমিটির নেতৃবৃন্দ উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে ফরিদ মাহমুদকে বরণ করে নেন। ফরিদ মাহমুদ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন। বিজ্ঞপ্তি