অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের শত শত যাত্রী

96

মিরসরাইয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ট্রেনের শত শত যাত্রী। লাইনের উপর দাঁড়িয়ে থাকা ‘ভটভটি’কে (গাড়ি) ধাক্কা দিলে ৩শ গজ দূরে গিয়ে চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে। গতকাল শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ধুমঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। তবে প্রায় আধা ঘণ্টা ঢাকা থেকে চট্টগ্রামমুখি ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
চিনকী আস্তানা রেল স্টেশন মাস্টার মইনুল হুদা মজুমদার জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন ধুমঘাট ব্রিজ এলাকায় আজমনগর গ্রামীণ সড়ক ক্রসিংয়ে লাইনে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ‘ভটভটি’কে ধাক্কা দেয়। এরপর প্রায় ৩শ গজ দূরে কমফোর্ট হাসপাতালের পাশে এসে ট্রেন থেমে যায়। এছাড়া ভটভটি গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
তিনি আরো বলেন, ট্রেন চালকের দূরদর্শীতায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় ট্রেন ও যাত্রীরা। এরপর প্রায় আধা ঘণ্টা ট্রেনটি দাঁড়িয়ে থাকার পর চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জয় দ্রুত চাকমা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তবে কোন হতাহত হয়নি।