অলস সময়

23

ঠিক যেন মাটি ফুঁড়ে বেরিয়ে এলে তুমি
তোমার তীরহারা বুকের জমিন,
অচেনা তোমার কানের বাঁকানো লতি
অজানা তোমার মনের সিঁড়ির প্রতিটা ধাপ,
অভিমানগুলো পাতা হয়ে ঝরে গেছে,
আঁকাবাঁকা পথে হেঁটে হেঁটে অলস দিনগুলো
নিঃসঙ্গ হয়ে সহজেই ফুরিয়ে যায়,
কাপড়ের ভাঁজে ভাঁজে লাইন টানা স্মৃতির সারি
ভীষণ জ্যোৎস্নাময় ছিল এই কবিতাপুর,
যেদিন তুমি নিঃশব্দে হাতে ছেড়ে দিলে
সেদিনই আকাশটা নোনা সাগর হয়ে গেল,
ঝুল বারান্দায় এখনো বিলাসী চাঁদ খেলা করে
কথা বলে জোনাকির সুরে,
ম‚হুর্মুহ‚ হাতছানি দেয়,ইশারায় ডাকে,
আর আমি ঘরের ভেতর রাগ-বাগে সিঁড়িতে বুঁদ হয়ে
চাঁদকে বিদায় জানাই।