অলংকার মোড়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

3

নিজস্ব প্রতিবেদক

নগরীর অলংকার মোড় থেকে কর্নেলহাট পর্যন্ত ঢাকা ট্রাংক রোডে ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ কার্যক্রম চালায়।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে যানবাহন ও জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে অবৈধ মালামাল জব্দ করে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ, দোকানের অংশ বর্ধিতকরণ ও রাস্তায় মালামাল রাখার দায়ে ১৬ ব্যক্তিকে ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ পরিচালিত অভিযানে নগরীর পাঁচলাইশ, মির্জাপুল ও কাতালগঞ্জ এলাকায় অবৈধ স্ল্যাবের বিপরীতে ৬৯ হাজার, বকেয়া ট্রেড লাইসেন্স ফি ৫৫ হাজার ৪৯০ টাকা ও হোল্ডিং ট্যাক্স ২০ হাজার ৫৩৫ টাকাসহ মোট ১ লাখ ৪৫ হাজার ২৫ টাকা জরিমানা আদায় করা হয়।