অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সম্মেলন আজ

57

বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন ও দিনব্যাপী সেমিনার আজ শনিবার সকাল ১০ টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে শুরু হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন ভ‚মি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সম্মেলনে উদ্বোধক থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত। পবিত্র কোরান তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া দিনব্যাপী এ অনুষ্ঠান সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ড. ইরশাদ কামাল খান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন অধ্যাপক ড. মইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক এ কে এম ইছমাইল। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমদ।
অনুষ্ঠানসূচির দ্বিতীয় পর্বে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে সেমিনার। এতে আলোচক থাকবেন অধ্যাপক ড. আবুল হোসাইন। পরবর্তী সেমিনার অনুষ্ঠিত হবে অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্তের সভাপতিত্বে। এ পর্বে আলোচক থাকবেন ড. মো. আলী আশরাফ। দিনব্যাপী অনুষ্ঠানের সর্বশেষ পর্বে অনুষ্ঠিত হবে সাধারণ সভা। এ পর্বে সভাপতিত্ব করবেন ড.ইরশাদ কামাল খান, সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করবেন এ কে এম ইছমাইল। খবর বিজ্ঞপ্তির