অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশি কাগজশিল্প

30

চট্টগ্রাম কাগজ ব্যবসায়ী ও মুদ্রন ব্যবসায়ীদের সাথে ইথিক্যাল পাল্প এন্ড পেপার লি. এর সমন্বয় মতবিনিময় সভা গত ৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের পরিবেশক আব্দুল আলীম আব্দুল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইথিক্যাল পাল্প এন্ড পেপার এর বিক্রয় ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশেও এখন বিশ্বমানের কাগজ উৎপাদন হয়। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি বিদেশেও যাচ্ছে বাংলাদেশের কাগজ। আমদানি বিকল্প পণ্য হিসেবে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সাশ্রয় করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশি কাগজশিল্প। তিনি বলেন, ইথিক্যাল পাল্প একটি উন্নত মানের কাগজ যেটি শতভাগ পাল্প দিয়ে তৈরী, প্রিন্টিংয়ে ভাঁজ পড়েনা।
প্রতিদিন এক লাইনে ১৪০ টন কাগজ উৎপাদন হচ্ছে। দ্বিতীয় লাইনও শীঘ্রই চালু হবে। এই লাইনেও ১২০ টনের উৎপাদনের ক্ষমতা রয়েছে। বিশেষ অতিথি ছিলেন ইথিক্যাল ড্রাগস্রে চট্টগ্রামের সিনিয়র বিক্রয় প্রতিনিধি মো. নাঈম উদ্দিন, সিনিয়র কর্মকর্তা মো. সুজন আলী, সাবেক প্রেস মালিক সমিতির যুগ্ন সম্পাদক সুবিমল দাশ, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ পরিচালনা পর্যদের সভাপতি এম এ মান্নান চৌধুরী, প্রেস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি দীপক দত্ত, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, অংকিতা গ্রাফিক্সের ব্যবস্থাপনা পরিচালক সুমন দাশ গুপ্ত, মো. নজরুল ইসলাম, উত্তম মজুমদার, প্রেস মালিক সমিতির যুগ্ন সম্পাদক রেজাউল্লাহ খোকন, এ জি কুদ্দুস, মোশাররফ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি