অর্ণবের সংগীতায়োজনে সুস্মিতার নজরুলসংগীত

80

সংগীতশিল্পী অর্ণবের সংগীতে গান নিয়ে আসছেন গায়িকা সুস্মিতা আনিস। গেয়েছেন কাজী নজরুল ইসলামের দুটি বিখ্যাত গান। সেগুলো হলো- জাগো নারী জাগো ও শান্তির জয় হোক। এগুলো প্রকাশ করবে নিউ মিউজিক প্যারাডিম। সুস্মিতা আনিস জানান, গান দুটির কাজ হয়েছে কলকাতার স্টুডিওতে। প্রায় পাঁচ মাসের বেশি সময় ধরে গানগুলো নিয়ে কাজ করছেন অর্ণব ও সুস্মিতা।
তিনি বলেন, ‘বেশ সময় নিয়ে গানগুলোর কাজ করা হয়েছে। অর্ণবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও বেশ চমৎকার। আশা করছি, গান দুটি নতুনভাবে আবিষ্কার করবেন শ্রোতারা।’ এদিকে সুস্মিতা আনিস আরও জানান, অর্ণব ছাড়া তিনি কাজ করছেন কলকাতার সুরকার ও কম্পোজার জয় সরকার এবং গীতিকবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় সঙ্গে। তাদের লেখা ও সুরে তৈরি করেছেন মৌলিক গান। এটিও শিগগিরই প্রকাশ হবে। উল্লেখ্য, সুস্মিতা আনিস হলেন কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের ভাতিজি ও ছাত্রী। তিনি দীর্ঘদিন ধরে সংগীত চর্চা করছেন।