অরণ্যভূমে ‘করোনা সুংনাম’ ইয়াংঙান!

10

 

ম্রো ভাষায় ‘সুংনাম’ মানে ভূত। সাংলাই পাড়ায় ইয়াংঙানকে ঠাট্টা সম্পর্কের সবাই ‘করোনা সুংনাম বা করোনা ভূত বলে ডাকে। হয়তো করোনাকে বেশি পায় বলে এমন বাস্তুশব্দ। কে জানতো অদ্ভুত করোনা ভূত ইয়াংঙানে জেঁকে বসবে। অরণ্য-সরব ভূতটার ভবিষ্যত কেড়ে নিতে আজ যারপরনাই করোনা।
ম্রো লোকগল্পের কবি ইয়াংঙান, বলি সাধনার সাদা গোলাপটা হাতে না নিতেই তুমি নামক ভূতটাকে কিম্ভূত কিছু গিলে খাবে তা কি হতে পারে? না। তুমি জাগ্রত হও, জুমের সোনালি শস্য তোমার প্রতীক্ষায়। তোমার ছায়া পেলেই রঙিন শাড়িতে নেচে-গেয়ে উঠবে। তোমা পানে চেয়ে আছে অশীতিপর কোনো বৃদ্ধ। যে বহুকাল জিয়ে রেখেছে তার সাজানো হৃদয় নিঙড়ানো আরেক ক্লোবং সুন্দরীর গল্প।
ইয়াংঙান কান পেতে শোনো জুমে ‘কুয়াইঙেন’-এর ডাক। চেয়ে দেখো ইয়াংঙান শিরদাঁড়া খাড়া করে ঠাঁই দাঁড়িয়ে থাকা একঝাঁক পাহাড় আহার নিয়ে তোমাকে অভিবাদন জানাতে কতোটা ব্যাকুল ব্যগ্র! দেখো তোমা বিরহে সবুজ অরণ্যানী কেমন মুষড়ে আছে। ইয়াংঙান, জুমভাষাবিজ্ঞান নিয়ে যে আরো অনেক জানার আছে। জানার আছে লোকগল্পের পেছনের গল্প।
বলো, তুমি আসছো শীঘ্রই।
জুম ক্রঙকে বলো তুমি আসছো।