অমিয় চর্চায় হাঁটব পৃথিবীর পথে

13

 

নতুন পৃথিবীর পথে শরৎ এর মনোরম সন্ধ্যায় নতুন স্বপ্ন নিয়ে পৃথিবীর সব জঞ্জাল পিছনে ফেলে নতুন পৃথিবী গড়ার সংকল্প ব্যক্ত করি আমরা ক’জন। উত্তর উপনিবেশীক সভ্যতায় দাঁড়িয়ে আত্মোপব্দির জন্য প্রয়োজন হয়ে পড়ে সাংস্কৃতি, ঐতিহ্য, ঐতিহ্যানুসন্ধান। মাটি, দেহ, মন নন্দন তত্তে¡র সমন্বয়ে গড়তে চাই নূতন ভুবন। শব্দের রূপ, রস, গন্ধ, সুর, ছন্দ ছড়িয়ে দিতে চাই মানবের মাঝে। পাখির কোলাহল,সমুদ্রের গর্জন, দিবস- রজনীর অন্তর্নিহিত সুরের ব্যঞ্জনায় গড়ে নিতে চাই আপন পৃথিবী। আমরা প্রকাশ করতে চাই অতীত, বর্তমান, ভবিষ্যতের সৃষ্টি শীল মানবাত্মার অনাবিল আকাক্সক্ষার শিল্পীত রূপ। সব কিছুর ঊর্ধ্বে থেকে সীমাহীনের মধ্যে প্রতিনিয়ত নতুন বিষয়ের অবতারণা। জন্ম জন্মান্তরের দুঃখ জাগানিয়া অনুভূতি, অনন্ত সুখের প্রতিশ্রæতি, সুন্দর জীবন, নান্দনিক অনুপ্রেরণা বোধ আবেগ , জ্ঞান সামগ্রিক প্রাণের স্পন্দনে সুনিপুণ ভাবে চিত্রায়িত হোক আমাদের কবিতা । মনের স্বাধীনতা, বিশালতা জগৎ জীবন কে অনুভব করার বিচিত্র প্রয়াসে ধ্বনি ত হোক কাল থেকে কালে। অমিয় চর্চায় হাঁটব পৃথিবীর পথে।