অমিতাভরা এভারেস্ট চ‚ড়ায় পৌঁছাতে পারবেন?

4

বন্ধুত্বে শুধু মজা আর ভালোবাসাই থাকে না, থাকে বন্ধুত্ব রক্ষার দায়ও। সেই দায় কখনও কখনও বদলে দেয় জীবন। চার বন্ধুর এমনই সম্পর্কের গল্প নিয়ে নির্মিত সিনেমা উঁচাই এর ট্রেইলার প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাবে আশির ঘরে বয়সেও বন্ধুদের নিয়ে পাহাড় বাইছেন অমিতাভ বচ্চন, আর ঘটছে ভয়াবহ সব ঘটনা।
এনডিডিভি জানিয়েছে ইউটিউবে মঙ্গলবার ট্রেইলারটি প্রকাশিত হয়। নির্মাতা সুরুজ বরজাতিয়া এ সিনেমায় অমিতাভের সঙ্গে অনুপম খের, বোমান ইরানি, ড্যানিজংপা, নীনা গুপ্তা, সারিকার মত অভিজ্ঞ অভিনয় শিল্পীদের এনেছেন এক ছাদের নিচে। ২ মিনিট ৫০ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে বিগ বি, অনুপম খের এবং বোমান ইরানি-এই তিন মূর্তির নানা কাÐে চোখ আটকে যায়, পাওয়া যায় গল্পের আভাসও। ট্রেইলারে তিনজনের আরেক বন্ধু ড্যানিজংপা আছেন ভূপেন চরিত্রে। দিল্লির বাসিন্দা চার বন্ধু জীবনে প্রতিষ্ঠিত। চারজন একসঙ্গে হওয়া মানেটি নাচে-গানে-পানে-সেলফিতে পার্টি হতেই হবে, হয়ও। ভূপেনের ইচ্ছা বন্ধুদের নিয়ে এভারেস্টে চড়ার। কারণ সে পাহাড়ের মানুষ, সেখানেই তার ছেলেবেলা কেটেছে। কিন্তু সেই ইচ্ছে এক কথায় উড়িয়ে দেন অমিতাভ, তাই ভেস্তে যায় ভূপেনের পরিকল্পনা। আচমকাই ভূপেনের মৃত্যুতে বদলে যায় সবকিছু। অমিতভ সিদ্ধান্ত নেন, ভূপেনের ইচ্ছাকে সম্মান জানাতে তিনি এভারেস্টে যাবেন এবং সেখানেই তার ভষ্ম বিসর্জন দেবেন। অমিতাভেরর এই ইচ্ছার কাছে নিজেদের সমর্পণ করেন বাকি দুই বন্ধুও। কিন্তু চাইলেই তো আর পাহাড় আওয়া যায় না। সেই অভিযানের জন্য দরকার প্রস্তুতি। দৌড়, ব্যায়ামাগারে নানা ধরনের শারীরিক কসরতে তাদের তৈরি করেন অভিযানের নেতা পরিণীতা চোপড়া। এই সফরে সঙ্গী হন নীনা গুপ্তা এবং সারিকাও। শুরু হয় তাদের পর্বত অভিযান।