অমিক্রনের নতুন দুই উপধরন চট্টগ্রামে

7

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক চট্টগ্রামের ১২ করোনা রোগীর নমুনা গবেষণা করে অমিক্রনের নতুন দুই উপধরন শনাক্ত করেছেন। অমিক্রনের অন্য উপধরনগুলোর চেয়ে এটি বেশি সংক্রমক এবং দ্রæত ছড়িয়ে পড়ে। তারা গবেষণায় দেখিয়েছেন, এন্টিবডি এই দুই উপধরনের বিরুদ্ধে কাজ করে না।
গত সেপ্টেম্বর ও চলতি মাসে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১২ করোনা রোগীর নমুনা নিয়ে গবেষণাটি পরিচালিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিং ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি বিভাগের অধ্যাপক এস এম রফিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক আদনান মান্নান এ গবেষণার তত্ত¡াবধায়ক ছিলেন। এ ছাড়া বিভাগের আরো কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী গবেষণা কাজে জড়িত ছিলেন। এতে বলা হয়, এক্সবিবি নামের উপধরনগুলো খুব দ্রæত পৃথিবীর ১৭টি দেশে ছড়িয়ে পড়ে। হালকা জ্বর কাশি ছাড়া আক্রান্ত ব্যক্তির শরীরে বেশি উপসর্গ দেখা যায় না। বিশ্লেষণের ফলাফল একটি আন্তর্জাতিক কেন্দ্রীয় ডাটাবেজে প্রকাশিত হয়েছে।