অভয়মিত্র মহাশ্মশানে পার্বতী সুহৃদ মাতার উৎসব কাল শুরু

73

কোরবাণীগঞ্জস্থ বলুয়ারদীঘি শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার ৬৩তম তিরোধান দিবস পাঁচদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আগামীকাল শুক্রবার থেকে মহাশ্মশান প্রাঙ্গণে শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছে-প্রয়াতদের আত্মার শান্তি কামনার্থে প্রদীপ প্রজ্জ্বলন, ভক্তি সঙ্গীতাঞ্জলি, মহতী ধর্মসম্মেলন, মহানামযজ্ঞের শুভ অধিবাস, চব্বিশপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, প্রতিদিন দুপুর ও রাতে মহাপ্রসাদ আস্বাদন। ধর্মসম্মেলনের উদ্বোধন করবেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। আশীর্বাদক থাকবেন শ্রীমৎ স্বামী লহ্মীনারায়ণ কৃপানন্দ পুরী।
প্রধান অতিথি থাকবেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতিথি থাকবেন চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব শুভাশীষ সিন্হা। বিশেষ অতিথি থাকবেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী রাখাল দাশগুপ্ত, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, নিলু নাগ, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস, মহানগর পূজা পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদার, জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ, বর্তমান সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, মহাশ্মশান পরিচালনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার বণিক, সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা থাকবেন ধর্মতত্ত্বাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ। বিজ্ঞপ্তি