অভয়মিত্র মহাশ্মশানে পার্বতী সুহৃদ মাতার তিরোধান উৎসবের সভা

72

নগরীর কোরবাণীগঞ্জ বলুয়ারদীঘি পাড়স্থ শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে গতকাল ২২ ডিসেম্বর সন্ধ্যায় শ্রীশ্রী পার্বতী সুহৃদ মাতার ৬৩তম তিরোধান উৎসবের প্রস্তুতি উপলক্ষে এক মতবিনিময় সভা মহাশ্মশান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও চসিক কাউন্সিলর জহরলাল হাজারী। সংগঠনের অর্থ-সম্পাদক রতন আচার্যের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ। সভায় তিরোধান উৎসব উপলক্ষে আগামী ২৭ থেকে ৩০ ডিসেম্বর চারদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- ২৭ ডিসেম্বর ধর্মীয় সংগীতাঞ্জলী, প্রয়াতদের আত্মার শান্তি কামনার্থে প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মসম্মেলন এবং ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর চব্বিশপ্রহরব্যাপী মহানামযজ্ঞ। সভায় বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর পেয়ার মোহাম্মদ, গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শিল্পপতি মাইকেল দে, অজয় কুমার বণিক, প্রকৌশলী হারাধন আচার্য্য, লায়ন রবিশংকর আচার্য্য, সুভাষ চন্দ্র দাশ, লায়ন ডা. বিধান মিত্র, রতন চৌধুরী, সাধন চৌধুরী, নরেশ চন্দ্র হালদার, সরোজ গুহ, সমীর কর, অ্যাড. তপন কুমার দাশ, দীপক ভট্টাচার্য, অ্যাড. উজ্জ্বল দাশ, সুকুমার চন্দ্র পাল, মোহাম্মদ আলী, মো. সেলিম, ছাবের আহমেদ, সাব্বির আহমদ, আহমদ মোহাম্মদ ইমু, মো. লিয়াকত আলী, রুমকী সেনগুপ্ত, অতশী রানী দাশ, ঊষা আচার্য্য, পম্পি দাশ, অরুণ চক্রবর্তী, প্রদীপ কান্তি দাস (সর্দ্দার), সুবল চন্দ্র দাস, উজ্জ্বল পাল চৌধুরী, উজ্জ্বল চক্রবর্তী, শংকর আচার্য্য প্রমুখ। বিজ্ঞপ্তি