অভিযানে সিডিএ কল্পলোকে ভেঙে দেয়া হলো ১০ ভবনের নকশাবহির্ভূত অংশ

50

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) অবৈধ ও নকশাবহির্ভূত ভবন শনাক্তে অভিযানে নেমেছে। গতকাল রোববার নগরীর কল্পলোক আবাসিক এলাকায় বেলা ১১টায় শুরু হওয়া এ অভিযান চলে বিকেল পাঁচটা পর্যন্ত। অভিযানে ১০টি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে। অপরদিকে ৯ তলার অনুমোদন নিয়ে ১০-১১ তলা করা ভবনগুলোর ছাদ ফুটো করে দেওয়া হয়েছে। এছাড়া নালা ও সড়কে জায়গা দখল করে গড়ে তোলা ভবনের বর্ধিতাংশও অপসারণ করা হয়েছে।অভিযানে নেতৃত্ব দেওয়া সিডিএ’র ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান ও উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আবু ঈছা আনছারী জানান, নগরীর কল্পলোক আবাসিক এলাকায় কিছু ভবন মালিক অনুমোদিত নকশা না মেনে ঊর্ধ্বমুখী স¤প্রসারণ করেছেন। অনেকে ৯ তলা ভবনের অনুমোদন নিয়ে ১০ ও ১১ তলা পর্যন্ত নির্মাণ করেছেন। আবার কেউ কেউ আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করেছেন। নালা ও সড়কের জায়গা দখল করেও ভবন স¤প্রসারণ করেছেন কেউ কেউ। অনুমোদন ছাড়া ১০-১১ তলা পর্যন্ত নির্মাণ করা ভবনের ছাদগুলো ছিদ্র করে দেওয়া হয়েছে। পাশাপাশি নালা ও সড়কের জায়গায় ভবনের বর্ধিত অংশ অপসারণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন সিডিএ’র অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান, সহকারী অথরাইজড কর্মকর্তা তানজীব হোসেন ও ইলিয়াস আক্তার।