অভিমানে অবসর নিলেন রাইডু

26

আম্বাতি রাইডু বিশ্বকাপ দল থেকে বাদ পরার পর টুইটে লেখেন, ‘নতুন থ্রিডি চশমা কিনেছি। এবার বিশ্বকাপে বাসায় বসে থ্রিডি চশমা দিয়ে খেলা দেখবো।’ ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকদের কটাক্ষ করে এমন টুইটে বেশ সমালোচনায় পড়তে হয়েছিল এই ক্রিকেটারকে।
ভারতের বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় নির্বাচকদের উপর সন্তুষ্ট হতে পারেননি রাইডু। বিশ্বকাপ চলাকালীন ওপেনার শিখর ধাওয়ান চোটে পড়লে রাইডুর সুযোগ পাওয়ার কথা ছিল। এরপর বিজয় শঙ্কর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ডাক পাননি রাইডু। ধাওয়ানের বদলি হিসেবে ডাক পান রিশব পান্ত আর সবশেষ বিজয়ের জায়গায় ডাক পান মায়াঙ্ক আগরওয়াল।
তাতে হয়তো ধৈর্যের বাঁধ ভেঙে গেছে অভিমানি রাইড়ুর। বিশ্বকাপ দলে উপেক্ষিত থাকায় অভিমানে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ৩৩ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যান। জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে খেলে যাবেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় রাইডুর। ভারতের হয়ে ৫৫টি ওয়ানডে খেলেছেন রাইডু। তিনটি সেঞ্চুরি আর ১০টি ফিফটিতে ৪৭.০৫ গড়ে করেছেন ১৬৯৪ রান।