অভিনেত্রীর শ্বাসনালী পোড়া, সিগারেটের আগুন বলছে পুলিশ

22

রাজধানীর মিরপুরে শুটিং চলাকালীন বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকা ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির অবস্থা আশঙ্কাজনক। তার শ্বাসনালী পুড়ে গেছে। দগ্ধ হয়ে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন। পুলিশ বলছে, বাথরুমে সিগারেট ধরানোর সঙ্গে সঙ্গে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে। গত রবিবার বার্ণ ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ অভিনেত্রী শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার শ্বাসনালীতে বার্ণ আছে। বর্তমানে সে এইচডিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম জানান, শুটিং করতে গিয়ে আগুনে দগ্ধের ঘটনাস্থলে গত ২৮ জানুয়ারি রাতে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, বাথরুমে সিগারেট ধরানোর সঙ্গে সঙ্গে আগুন ধরে তিনি দগ্ধ হন। বর্তমানে তিনি বার্ণ ইন্সটিটিউট ভর্তি আছেন। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে মিরপুর ফায়ার সার্ভিস থেকে সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাবুদ্দিন জানান, গত শনিবার মিরপুরে কোনো অগ্নিকাÐের খবর তারা পাননি। এছাড়া ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলামও একই কথা বলেন।