অবৈধ স্থাপনা ও দোকানপাট জলাবদ্ধতার কারণ : মেয়র

22

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নগরীতে রাস্তাঘাট ও নালা-নর্দমার উপর অবৈধ স্থাপনা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করে বলেন, এসব অবৈধ স্থাপনা ও দোকানপাটের পসরা অবশ্যই উচ্ছেদ করা হবে।
তিনি বুধবার সকালে চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলী পর্যন্ত অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযানকালে ভিডিও সংযোগ অ্যাপে এলাকাবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, নালা-নর্দমা ও খালে আবর্জনা ও বর্জ্য ফেলে যারা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে তারা হিতাহিত জ্ঞানহীন অবিবেচক। তাদের নগরীতে বাস করার অধিকার নেই। নগরবাসী যদি সচেতন না হন তাহলে শুধু উচ্ছেদ নয়, আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা ও হাসান রশিদ। বিজ্ঞপ্তি