অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধের নির্দেশ নজিবুল বশর এমপির

20

নাজিরহাট প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্কলা ও সমন্বয় সভা গত ২৩ মে অনুষ্ঠিত হয়েছে। শহীদ জহুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি এমপি ও বাংলাদেশ ত্বরীকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যন এইচ এম আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যন জেবুন নাহার মুক্তা ও এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন। এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার, ভ‚জপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদউল্লাহ কুরাইশী প্রমুখ। সভায় ১৫ জুন অনুষ্ঠিতব্য ভুজপুর ইউপি নির্বাচন অবাধ ও সুষ্টু হবে বলে ঘোষণা দেন এমপি। এছাড়া ঢালকাটা মেহের আলী মসজিদ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধান কল্পে তিন সদস্য বিশিষ্ট কমিটিকে দায়িত্ব প্রদান ছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহন করতে সংশ্লিষ্টেদের নির্দেশ দেন এমপি ভান্ডারী।