অবৈধ অংশ ভাঙার নির্দেশ, ২ লাখ টাকা জরিমানা

21

নকশাবহির্ভূত ভবন নির্মাণের অপরাধে বাকলিয়া কল্পলোকের আবাসিকের এক ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত। আর ১ মাসের মধ্যে ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলার নির্দেশও দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, কল্পলোকের আবাসিকের বি-১১২ নম্বর প্লটের মালিক শাহেদা আকতারের বিরুদ্ধে নকশা না মেনে ভবন তৈরির অভিযোগ উঠে। তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে সিডিএ অথরাইজড বিভাগের পরিদর্শক সৈকত চন্দ্র পাল বাদি হয়ে আদালতে মামলা করেন। বিবাদীদের বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ১২ (১) ধারায় অভিযোগ আনা হয়।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ বলেন, আদালত ১ মাসের মধ্যে অবৈধ অংশ ভেঙে সচিত্র প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। পাশাপাশি নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে ভবন মালিক শাহেদা আকতারকে দুই লাখ টাকা জরিমানা করেন আদালত।