অবৈধভাবে নাইট্রিক এসিড ব্যবহার ৫০ হাজার টাকা জরিমানা

13

নিজস্ব প্রতিবেদক

কোনো বৈধ কাগজপত্র ছাড়াই নাইট্রিক এসিড ব্যবহার করে লোহার তৈরি সামগ্রীর রং তোলা হচ্ছিল নগরীর কাজীর দেউড়ি এলাকার কাজীর পুকুরের পশ্চিম পাড়ের একটি কক্ষে। যে কোন সময় দুর্ঘটনার ঝুঁকিসহ পরিবেশের জন্য ক্ষতিকর এই নাইট্রিক এসিডের ব্যবহার। তাই গোপন সংবাদের ভিত্তিতে এনফোর্সমেন্ট চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মতিন। তিনি পূর্বদেশকে জানান, জরিমানাসহ তাদের বৈধ কাগজপত্র সংগ্রহ করে নির্ধারিত নিরাপদ জায়গায় কারখানা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় মামলা রুজুসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অন্য এক অভিযানে নগরীর দক্ষিণ পতেঙ্গার নেভাল রোডে পরিবেশের ছাড়পত্র ছাড়া গরুর খামার পরিচালনার দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এনফোর্সমেন্ট দলটি।