অবহেলা

11

 

আমাদের জীবনটা কতই না অদ্ভুত তাই না! আমরা যাদের বেশি আপন ভাবি তাঁদের কাছ থেকে কখনোই ভালো কিছু পাই না। আসলে মানুষের কাছ থেকে বেশি কিছু আশা করা কখনো উচিতও নয়। কারণ মানুষ স্বার্থ ছাড়া কিছু করে না। প্রতিটা কাজের পিছনে থাকে স্বার্থের ‘কানামাছি খেলা’। যেটা হয়তো বা রুমাল, ওড়না বা গামছা দিয়ে চোখে পটি বাঁধা হয় না! কিন্তু সেখানে আবেগ, মায়া, মমতা, অনুভূতির বাঁধনে একজন আরেকজনকে বেঁধে ফেলে। যার কারণে মানুষ মানুষের প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করে। কিন্তু কোনো কারণে সেই বিশ্বাস যদি অবহেলায় রূপান্তরিত হয়, তা মানুষের মেনে নিতে অনেক কষ্ট হয়। ভাবে এতো কিছুর পরও সে আমাকে আজ এই প্রতিদান দিলো! কি লাভ কার জন্য এতো কিছু করা। কারও প্রতি যদি একবার বিশ্বাস নামক আস্থা ভেঙে যায় বা মন থেকে মুছে যায় তা আর কখনো জোড়া লাগে না। কখনো কখনো হয় তা ভাঙা আয়নার মত। আয়না যেমন ভেঙে গেলে তা যদি জোড়া লাগানোর চেষ্টা করা হয়, লাগবে হয়তো! কিন্তু তার মধ্যে পরা ভাঙা ছাপটা আজীবন থেকে যাবে।
তাই তো বলি জীবনে যাই করেন না কেন, কখনো কাউকে অবহেলা করবেন না। সে যেই হোক তোমার কাছে হয়তো তার কোন মূল্য নেই কিন্তু তার কাছে তোমার অনেক মূল্য। তোমার একটু অবহেলা হতে পারে কারও একাকীত্বের কারণ। হতে পারে কারও কাছে থেকে অনেক মূল্যবান সম্পদ হারিয়ে যাওয়া কারণ। হতে পারে কারো অনাহারের কারণ! হতে পারে কারও প্রিয় মানুষকে হারানোর কারণ। এমন কি হতে পারে কারও আত্মহত্যার কারণ।
জীবনে যেমন সময় আসুক না কেন, কখনো কাউকে অবহেলা করা উচিত নয়। হয়তো সে কারণে-অকারণে, প্রয়োজনে-অপ্রয়োজনে আপনার কাছে আসে। সব সময় এটা ওটা সাহায্য চায়। একবার চিন্তা করে দেখেন ওর কিন্তু সাহায্য চাওয়ার মতো আরও অনেকেই ছিল কিন্তু সে আপনার কাছেই বেশি সাহায্য চায়, তার মানে আপনি ওর আছে বেশি গুরুত্বপূর্ণ যা আপনি কখনো বুঝার চেষ্টা করেননি। আর যখন বুঝতে পারছেন তখন দেখবেন অবহেলার ভারে ক্লান্ত হয়ে সে মুখ ফিরিয়ে নিয়েছে।