অবশেষে ‘অমানুষ’ আসছে ৪ ফেব্রুয়ারি

8

 

দুইবার ঘোষণা দিয়েও পরিচালক অনন্য মামুন ‘অমানুষ’ ছবিটি মুক্তি দিতে পারেননি। তবে এবার সিদ্ধান্ত নিয়েছেন ৪ ফেব্রæয়ারি ছবিটি মুক্তি দেবেন। এর মধ্যে হল মালিকদের সঙ্গে কথাও বলেছেন। বেশ কয়েকটি হল চূড়ান্তও করেছেন বলে জানিয়েছেন। কভিড পরিস্থিতিতে যেখানে ‘শান’ আর ‘মুখোশ’-এর মুক্তি পিছিয়ে গেল সেখানে ‘অমানুষ’ কেন মুক্তি দিচ্ছেন? মামুন বলেন, ‘একটি ছবি হলে মুক্তির পরই পূর্ণতা পায়। ছবি মুক্তি না পাওয়া পর্যন্ত পরিচালক দায়মুক্ত হতে পারে না। প্রযোজককে লগ্নিকৃত টাকার হিসাব বুঝিয়ে দেওয়া যায় না। আমি নতুন আরো দুটি প্রজেক্টের কাজ হাতে নিয়েছি। এ ছবিটি মুক্তি না দিয়ে প্রজেক্ট দুটি শুরু করতে পারছি না। তাই সিদ্ধান্ত নিয়েছি ৪ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি দেব।’ আগামী ৪ ফেব্রুয়ারি ‘অমানুষ’ মুক্তি পেলে হল মালিকরা বিষয়টি কিভাবে দেখবেন, তা জানতে প্রদর্শক সমিতির সাবেক সভাপতি মিয়া আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমরা নতুন ছবির অপেক্ষায় আছি। পুরনো ছবি চালিয়ে দর্শক হলে আনা সম্ভব নয়। মামুন জানিয়েছেন ছবিটি মুক্তি দিতে চান। আমি সঙ্গে সঙ্গে হল মালিকদের সঙ্গে যোগাযোগ করেছি। মামুনকে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ করেছি। আশা করছি, অন্তত ৫০টি হলে ছবিটি মুক্তি পাবে। ‘অমানুষ’ ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন নিরব ও রাফিয়াত রশিদ মিথিলা। বাংলাদেশে এটি মিথিলার প্রথম ছবি। আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, কাজী নওশাবা, রাশেদ মামুন অপুসহ অনেকে।