অপ্রয়োজনীয় জনসমাগম মনিটরিং, জরিমানা আদায়

45

চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনসহ সামাজিক দুরত্ব বজায় নিশ্চিতকরণ, বাজার মনিটরিং, অপ্রয়োজনীয় জনসমাগম প্রতিরোধকল্পে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ১০টি ম্যাজিস্ট্রেসী টিম। অভিযানে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত ৫ মার্চ রোববার নগরীর ডবলমুরিং ও বাকলিয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ। পাশাপাশি এলাকাগুলোতে মাইকিংয়ের মাধ্যমে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে এলাকাবাসীকে সচেতন করা হয়। নগরীর ডবলমুরিং, বন্দর, ইপিজেড ও পতেঙ্গার বিভিন্ন আবাসিক এলাকা ও বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা আফরিন। এসময় করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে এলাকাবাসীদের সচেতন করা হয়। অতীব জরুরি প্রয়োজন এ বিভিন্ন যানবাহনে সামাজিক দুরত্ব বজায় রেখে বের হওয়ার নির্দেশনা দেয়া হয়।
নগরীর কোতোয়ালী, সদরঘাট, চকবাজার ও বায়েজিদ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাহমিদা আফরোজ। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রি ও নিষেধাজ্ঞা অমান্য কওে দোকান খোলা রাখার দায়ে ৪টি দোকানকে দন্ডবিধি ২৬৯ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে বায়েজিদ এলাকায় ২ প্রবাসীর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়। পুলিশ ও সেনা বাহিনী অভিযানে সহযোগিতা করেন। নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামনুন আহমেদ অনিক, নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল আলম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলী হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব চৌধুরী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিরীণ আক্তার। বিজ্ঞপ্তি