অপারেশনের পর সুস্থ আছেন ‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগী

196

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রথম রোগী অপারেশনের পর বর্তমানে সুস্থ আছেন। গত সোমবার চমেক হাসপাতালের ই.এনটি, ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী ও চক্ষু বিভাগের উদ্যোগে পোস্ট কোভিক ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়। উক্ত রোগীর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মোস্তফা মাহফুজুল আনোয়ার, ডা: আশফাক আহমেদ, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: আকরাম পারভেজ ও এসোসিয়েট প্রফেসর ডা: মো. আজম খাঁন। দীর্ঘ চার ঘন্টা অস্ত্রপ্রচারের মাধ্যমে ব্ল্যাক ফাঙ্গাস আত্রান্ত রোগীর উপরের বাঁ পাশের চোয়াল ও আশে পাশের টিস্যু অপসারন করা হয়।
উক্ত অপারেশনে অংশ গ্রহন করেন ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের ডা: মো. আজম খান, ডা: মনুজর-ই-মাহমুদ, ডা: সঞ্জয় দাশ, ডা: অদ্বিতী ভট্টাচার্য্য, ডা: জাবেদ-বিন-আয়ুব সাগর, ডা: তারান্নুম আফরীন, ই.এনটি বিভাগের অধ্যাপক ডা: মোস্তফা মাহফুজুল আনোয়ার, ডা: আশফাক আহমেদ, ডা: সুপ্রণ বিশ্বাস, প্রস্থোডন্টিক্স বিভাগের ডা: কামাল উদ্দিন, চক্ষু বিভাগের ডা: তনুজা তানজীন, ডা: মেজবাহ ও এনেসথেসিয়া বিভাগের ডা: হারুন অর রশিদ, ডা: আজিজ ও ডা: সত্যজিত, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: অনুরুদ্ধ ঘোষ জয়, ডা: এম.এ হাসান ও ডা: সুজত পাল। বর্তমানে রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।