‘অপর মুমিনের প্রতি মহব্বত করা মুমিনের বৈশিষ্ট্য’

17

 

বাঁশখালীর পুকুরিয়া ছড়ারকুল শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স কর্তৃক পরিচালিত শাহ্ মাহমুদিয়া ইসলামী নূরানী কিন্ডারগার্টেন ও দাখিল মাদরাসা, হেফজখানা ও এতিমখানা হযরত বড় হুজুর (রহ.), ছোট হুজুর (রহ.) ও এলাকার মরহুমদের ইছালে সওয়াব মাহফিল, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বার্ষিক সভা ১৪ জানুয়ারি কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়। সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামি স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক শাহজাদা মাওলানা মহিউদ্দিন মজিদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১নং পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দীন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাওলানা এনামুল হক মুজাদ্দেদী। বিশেষ আলোচক ছিলেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, চট্টগ্রাম গভর্নমেন্ট মডেল কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ অলিউল্লাহ, বোয়ালখালী দারুচ্ছুন্না কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল জলীল, মাওলানা মোজাম্মেল হক, পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আহমুদুর রহমান আনছারী, পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম চৌধুরী, মাওলানা আব্দুল মোকাররম চৌধুরী, আহমদ হোসাইন চৌধুরী, মুহাম্মদ মাহবুব আলী খান, কমপ্লেক্স এর সভাপতি এডভোকেট কে এম নাজমুল হক সিকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন, মাওলানা ইউছুফ আনছারী, মাওলানা এরফানুল হক সিকদার, আবদুল ওয়াজেদ, আবুল কাসেম, মোজাফফর আহমদ প্রমুখ। বক্তারা বলেন, মুমিনকে মহব্বত ও দয়ার প্রতীক বলা হয়। নিশ্চয়ই সৎকর্মশীল মুমিনদের অন্তরে দয়াময় আল্লাহ মহব্বত পয়দা করে দেন। মুমিন ব্যক্তি তার ঈমানকে এমনভাবে দৃঢ় করে যে সে কাউকে ভালবাসলো তো আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করল তো আল্লাহর জন্য, কাউকে কোন কিছু দিল তো আল্লাহর জন্য আর কাউকে কোন কিছু দেয়া হতে বিরত থাকলো তো তাও কেবল আল্লাহর জন্য। মুমিনের বৈশিষ্ট্য অপর মুমিনের প্রতি মহব্বত করা। বিজ্ঞপ্তি