অপরাজেয় স্বপ্ন

33

 

কোনো কোনো স্বপ্নের জন্মই হয়
মৃত্যুর জন্য
হতে পারে সেটি খুব বড় স্বপ্ন কিম্বা
অতি নগন্য।
তারপরও মানুষ স্বপ্ন দেখে স্বপ্নের মৃত্যু দেখে
এবং ত্যাদর স্বপ্নরা বারবার হানা দেয়
স্বপ্নাতুর চোখে।

আবার কোনো কোনো স্বপ্ন এতই বেপরোয়া যে
হার মানেনা, মৃত্যুর পরও আবার জেগে ওঠে,
বসে, দম নেয়; দাঁড়ায়।
অতঃপর, আবার সামনে ছুটে।
এভাবে স্বপ্নের জন্ম, মৃত্যু আবার পুনর্জন্ম
পরস্পর হাত ধরাধরি করে চলে।
আসলে কিছু স্বপ্ন শত অপচেষ্টাতেও মরেনা
মানুষের অপরাজেয় স্বপ্নগুলো সেই কথাই বলে।