অন্তত একজন শীতার্ত মানুষের পাশে দাঁড়ান

32

নুসরাত জাহান মুক্তা

চলছে শীতকাল। প্রতি শীতে রাস্তায় বসবাস করা অসহায় মানুষদের তীব্র কষ্টের শিকার হতে হয়। তাদের থাকে না ঘুমানোর জন্য গরম কম্বল কিংবা পরার জন্য সোয়েটার। অনেক সংগঠন আছে যারা এই সময়ে শীতার্তদের সাহায্য করবে বলে মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে নেয়। তাই বলে সব সংগঠন খারাপ তা কিন্তু নয়। আমরা যদি একটু সহায়তা করি তাহলে শীতার্তরা কষ্ট পাবে না।
আমাদের সকলের উচিত, যতটা পারা যায় শীতার্তদের পাশে থাকা। যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে এই শীতে নিজ নিজ জায়গা থেকে অন্তত একজন অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। শীতার্তদের সাহায্যের ক্ষেত্রে সঠিক ব্যক্তি ও সঠিক সংগঠন নিশ্চিত হয়েই সাহায্য করতে হবে। মনে রাখতে হবে, আমাদের একটু সাহায্যে একজন শীতার্ত মানুষ এই শীতে উপকৃত হবেন।