অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট ফাইনালে উঠতে পারলো না চট্টগ্রাম

11

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটের বিভাগীয় পর্যায়ের প্রথম সেমিফাইনাল খেলায় হেরে গেছে চট্টগ্রাম জেলা দল। ফলে ফাইনালে উঠতে না পারার হতাশা নিয়েই তাদের ফিরতে হয়েছে নোয়াখালী থেকে। গতকাল নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় ফেনী জেলা দল ১৩ রানে পরাজিত করে চট্টগ্রাম জেলা দলকে। টসে জিতে ফেনী প্রথমে ব্যাট করে। তারা নির্ধারিত ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে নেয়। দলের পক্ষে সাইফুল্লাহ মাহমুদ ৩৯, নুরুল আবসার অপরাজিত ৩৬, মিনহাজুর রহমান ১৮, আশরাফুল ইসলাম ১৩, সামির রহমান ১২, আবদুর রহিম ১১ এবং আল আমিন রনি ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২১ রান। চট্টগ্রামের মহিউদ্দিন সোহাগ এবং তুহিন ফরহাদ প্রত্যেকে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান মোহাম্মদ ইব্রাহীম এবং মাহির শাহরিয়ার প্রিয়ম। জবাব দিতে নেমে চট্টগ্রাম ৪৮.৩ ওভার খেলে ১৫৭ রান তুলে সবাই আউট হয়ে যায়। চট্টগ্রাম দলের দুর্ভাগ্য তাদের যে তিনজন রান পেয়ে দলের জয়ের ভিত তৈরি করেছেন তিনজনই রান আউটের কবলে পড়েন। এরা হলেন মহিউদ্দিন সোহাগ ৩৬, ইয়াহিয়া মাহির ৩২ এবং তুহিন ফরহাদ ২৩। ওপেনার আহনাফ খান ১৬ রান করেন। বাকিদের কেউ সুবিধা করতে পারেননি। অতিরিক্ত থেকে যোগ হয় ৩৪ রান। ফেনী দলের মাজহারুল ইসলাম ৩টি এবং আবদুর রহিম ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট পান আল আমিন রনি এবং মেহেরুল ইসলাম।