অনুরূপা ফাউন্ডেশনের মাস্ক ও ত্রাণ বিতরণ

4

শ্রীমৎ স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজের ৩৮তম তিরোভাব দিবস উপলক্ষে গত ২১ মে সমাজসেবামূলক সংগঠন অনুরূপা ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী ও দরিদ্রদের মাঝে মাস্ক এবং ত্রাণ বিতরণ করা হয়েছে।
ঋষিপুত্র লেফটেন্যান্ট কর্নেল (অব.) তপন মিত্র চৌধুরীর সার্বিক তত্ত¡াবধানে স্বামীজির জন্মপল্লী বাঁশখালীর বাণীগ্রাম, নন্দনকানন তুলসীধাম, কক্সবাজার ও বৃহত্তর চট্টগ্রামে অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ পরিচালিত বিভিন্ন শাখা এবং ঢাকায় এসব মাস্ক এবং ত্রাণ বিতরণ করেন ভক্ত-শিষ্য ও ফাউন্ডেশনের কর্মকর্তারা। এদিন বাণীগ্রামের শ্রীশ্রী জগন্নাথ মন্দির অংগন, শ্রীশ্রী তুলসীধাম সংলগ্ন এলাকা, ঢাকার মিরপুর ডিওএইচএস, অদ্বৈত-অচ্যুত মিশন কক্সবাজার শাখা, ঘোনার পাড়া অদ্বৈত-অচ্যুত ধাম, অদ্বৈত-অচ্যুত মিশন চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা ও ভরামুহুরী শাখা, ঠাকুরতলা মহেশখালী শাখা, মহালছড়ি শাখা সহ বিভিন্ন স্থানে একযোগে সহস্রাধিক দরিদ্র মানুষের হাতে সামাজিক দূরত্ব মেনে ত্রাণ বিতরণ করা হয়। পথচারীদের হাতে তুলে দেওয়া হয় মাস্ক। অনুরূপা ফাউন্ডেশনের কর্মকর্তারা সবাইকে করোনার সংক্রমণ থেকে বাঁচতে সচেতন থাকা এবং স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান। বিজ্ঞপ্তি