অনিয়ম, দুর্নীতি প্রতিরোধে যুবকদের এগিয়ে আসতে হবে : নজরুল ইসলাম

18

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, একটি সংগঠন একটি এলাকাকে আলোকিত করে। ঐক্য সংঘের মাধ্যমে উত্তর জাফরাবাদবাসী আলোকিত হয়ে সমাজের কল্যাণমূলক কাজে যুবসমাজকে এগিয়ে নিয়ে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব সমাজকে প্রাধান্য দিয়ে প্রতিটি ক্ষেত্রে অবস্থান তৈরি করে দিচ্ছেন। আপনার সংগঠনের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ করে সমাজকে এগিয়ে নিয়ে দেশে সুশাসন কায়েমে সহযোগিতা করবেন। বর্তমান যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে, সে সময় এ সংগঠনটি সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে এলাকাকে আলোকিত করছে এটা ইতিবাচক। উত্তর জাফরাবাদ ঐক্য সংঘের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২৫ ফেব্রæয়ারি বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ২ অধিবেশনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ১ম অধিবেশনে শিক্ষা, খাদ্য সামগ্রী বিতরণ, ১০ জন হাফেজকে উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা স্থানীয় মাঠে সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সংবর্ধিত অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কক্সবাজার জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কর্মী নাজনীন সরোয়ার কাবেরী, চেয়ারম্যান এস এম সায়েম, আ.লীগ নেতা কবির আহমদ সওদাগর, জাকের হোসেন মাস্টার প্রমুখ। রাতে ২য় অধিবেশন ওয়াজ মাহফিলে তকরির করেন মাও. আহমদ হোসেন আল কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দীন, মাও. রেজাউল করিম (নারায়নগঞ্জ), মাও. আবুল কাসেম নুরী, মাও. আবদুল মজিদ, মাও. নুরুল আলম নকশবন্দি প্রমুখ।