অনাকাক্সিক্ষত ঘটনা : রকিবুলের কাছে ক্ষমা চাইবেন সুজন

9

জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে যাওয়ার অভিযোগের জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। গত ৭ মার্চ এ বিষয়ে পাঠানো লিগ্যাল (আইনি) নোটিশের জবাব আইনজীবীর মাধ্যমে দিয়েছেন তিনি।
শনিবার বিষয়টি সাংবাদিকের নিশ্চিত করেন লিগ্যাল নোটিশ প্রেরণকারী আইনজীবী মো. আবু তালেব। লিগ্যাল নোটিশে খালেদ মাহমুদ সুজনের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী স্বাক্ষরিত জবাবে বলা হয়েছে, গত ২০ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে ঘটনাটি ঘটেছিল সেটি ছিল অপ্রত্যাশিত। সিনিয়র ক্রিকেটার রকিবুল হাসানকে উদ্দেশ্য করে ওই ঘটনা ঘটেনি। তারপরেও উনার সাথে যে অনাক্সিক্ষত ঘটনা ঘটেছে তার সাথে দেখা করে সেই ভুল বোঝাবুঝির জন্যে আমি উনার ছোট ভাই হিসেবে ক্ষমা প্রার্থনা করবো।