অধ্যাপক পুলিন দে’র নাগরিক স্মরণসভা আজ

43

অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের অন্যতম সহযোগী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক পুলিন দে’র ১৯তম মৃত্যুবার্ষিকীতে ‘অধ্যাপক পুলিন দে নাগরিক স্মরণ পরিষদ’র উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর মোমিন রোডস্থ সুপ্রভাত স্টুডিও হলে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এতে পুলিন দে’র প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানাতে ইচ্ছুকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য ‘অধ্যাপক পুলিন দে নাগরিক স্মরণ পরিষদ’ এর আহŸায়ক শওকত বাঙালি ও সদস্য সচিব এ কে এম জাবেদুল আলম সুমন অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি

ধাউরডেঙ্গা-কালিয়াইশ
মিতালী সংঘের
দামোদর উৎসব কাল

পটিয়াস্থ ধাউরডেঙ্গা-কালিয়াইশ মিতালী সংঘ ও ক্রিয়েটিভ বয়েজ এর উদ্যোগে শ্যামসুন্দর বাড়িতে দামোদর উৎসব আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কমিটির পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলারতি ও কীর্তন, নগর সংকীর্তন, সমবেত হরিনাম জপ, রাজভোগ দর্শন ও আরতি, তুলসী আরতি, গৌর আরতি ও নৃসিংহ আরতি, দামোদর মহিমা আলোচনা, দামোদর প্রদীপ প্রজ্জ্বলন এবং রাত সাড়ে ৯টায় প্রসাদ বিতরণ।
উৎসব পরিচালনা করবেন নন্দনকানন শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট। এতে সকল ভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য দামোদর উৎসব কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

আর্য্য সত্য প্রজ্ঞা
বিমুক্তি বিহারে
কঠিন চীবর দান
উৎসব কাল

রাউজানের পাহাড়তলী মহামুনিতে আর্য্য সত্য প্রজ্ঞা বিমুক্তি বিহারে কঠিন চীবর দান উৎসব কাল শুক্রবার মহাসমারোহে অনুষ্ঠিত হবে। বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত শীলানন্দ স্থবির (ধূতাঙ্গ ভান্তে) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ইউএসটিসির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়–য়া। উদ্বোধক থাকবেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়–য়া ও বিশেষ অতিথি থাকবেন ৯ নং পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন। এছাড়া আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পঞ্চশীল গ্রহণ, সাদা কাপড়, সুঁই-সুতা, রং দান ও চীবর প্রস্তুতকরণ, বিকাল সাড়ে ৩টায় ধূতাঙ্গ ভান্তের সশিষ্য আগমন ও বরণ এবং বিকাল সাড়ে ৫টায় চীবর রংকরণ হবে। বিজ্ঞপ্তি

মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য
চর্চা পরিষদের স্মরণানুষ্ঠান

মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্যে চর্চা পরিষদ-চট্টগ্রাম উদ্যাগে গত ২২ অক্টোবর কদম মোবারক উচ্চ বিদ্যালয় হল রুমে মুক্তিযোদ্ধা অধ্যাপক এনামুল রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি সালাহউদ্দিন লিটনের পরিচালনায় বঙ্গবন্ধুর সহচর মোখতার আহমদ এর ১৩তম মৃত্যুবাষিকী স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র জজ অ্যাডভোকেট মনজুর মাহমুদ খান। আলোচনা অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা কালাম চৌধুরী, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অমর কান্তি দত্ত, সাবেক ছাত্রনেতা আলী আহমেদ শাহিন, নাট্যজন সাজল চৌধুরী, সংগঠক আর কে রুবেল, নারীনেত্রী সৈয়দ সাহানারা বেগম, নোমান উল্লাহ বাহার, কামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মন্জুর আলম, সজল দাশ, মৃনাল কান্তি দাশ, সহ-সভাপতি আলী আশরাফ, মোরশেদ চৌধুরী বাহাদুর। উপস্থিত ছিলেন প্রণব দাশ নেপাল চৌধুরী, চাঁন হরি মÐল, ডা. সি কে পাল, লায়ন ওসমান সরওয়ার, এস ডি জীবন, হেলাল উদ্দিন, সংগঠক বোরহান উদ্দিন গিফারী, মাহাবুব রহমান, জসিম উদদীন বিজয় প্রমুখ।
বক্তারা বলেন, ক্ষণজন্মা মোখতার আহমেদরা এই দেশের, এই জাতীর জন্য দিয়েছেন তা গৌরব পুনরুদ্ধারের করার জন্য মুক্তিযুদ্ধ ও অসা¤প্রদায়িক চেতনার এই সব গুণীজনদের অনুসরণে নিজেকে গড়ে তুলতে হবে এবং অস্থিতিশীল পবিবেশ সৃষ্টি পাঁয়তারা রোধ করতে হবে পরিশেষে দোয়া মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি