অধ্যাপক নুরুদ্দীন চৌধুরীর মৃত্যুতে ইডিইউর শোক

45

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এজেএম নুরুদ্দীন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান এবং উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। এক শোকবার্তায় তারা বলেন, অধ্যাপক এজেএম নুরুদ্দীন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব অঙ্গনে তুলে ধরতে সচেষ্ট ছিলেন। দল-মতের ঊর্ধ্বে থেকে সৎ ও আন্তরিকভাবে তিনি দায়িত্ব পালন করেছেন। সর্বজনশ্রদ্ধেয় এ শিক্ষকের প্রস্থান বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। অসংখ্য গুণগ্রাহী ও শিক্ষার্থীর মাঝে তিনি চিরজাগরুক থাকবেন।

সাদার্ন ইউনিভার্সিটির শোক :

সাদার্ন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য, আইকিউএসি’র পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক এজেএম নুরুদ্দীন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শোকবার্তায় সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভিসি প্রফেসর ড. মো. নুরুল মোস্তফা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, সাদার্ন ইউনিভার্সিটির অগ্রযাত্রায় মহান এ শিক্ষকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন একটি উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে পুরো সাদার্ন পরিবার শোকাহত। বিজ্ঞপ্তি