অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব

35

 

সীতাকুন্ডস্থ শঙ্করমঠের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৬তম আবির্ভাব দিবস গতকাল শনিবার মাঙ্গলিক কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল-বিশেষ গুরুপূজা, মঙ্গলারতি, বিশ্বশান্তি গীতাযজ্ঞ, গুরুবন্দনা, পবিত্র বেদ পাঠ, চন্ডীপাঠ ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে আর্শিবাদক ছিলেন আমেরিকার কলরেডো নিবাসী পরমানন্দ সরস্বতী। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, পুলকানন্দ ব্রহ্মচারী, রূপকানন্দ ব্রহ্মচারীসহ মঠের সাধু-সন্তুবৃন্দ। আবির্ভাব উৎসবে ভক্তবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন অদুল কান্তি চৌধুরী, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য, প্রফেসর কেশব কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার মল্লিক, অজিত কুমার শীল, রনধীর ঘোষ রায়, সাংবাদিক রনজিত কুমার শীল, লায়ন দিলীপ কুমার শীল, বাসুদেব দাশ, মাস্টার অজিত কুমার শীল, অর্পণ ধর, প্রবাসী প্রসনজিত শীল, লিটন পাল প্রমুখ।
গৌরবদীপ্ত শঙ্করমঠের শতবর্ষপূর্তি ও মঠের অধীনে প্রতিষ্ঠিত বিশ্বনাথ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষে আয়োজিত ৮ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মঠের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। একইসাথে অনুষ্ঠানে সীতাকুন্ড উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়া, আইন-শৃঙ্খলা বাহিনী, শতবর্ষ উৎসব উদযাপন কমিটি, বিভিন্ন উপ-কমিটি ও অন্যান্য সেবা সংস্থাকে অভিনন্দন জানান তিনি। বিজ্ঞপ্তি