অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান স্মরণসভা

73

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষাবিদ ও কলামিস্ট অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রাক্তন সভাপতি অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী বলেছেন, শিক্ষায় ও সমাজকর্মে আলোকিত মানুষ ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান। তাঁর হাত ধরে এ চট্টগ্রামে অনেক ছাত্র-ছাত্রী শিক্ষায় সুশিক্ষিত হয়ে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই মানুষটির শ্রেণি-সংগ্রাম ও মৌলিক ধারার রাজনীতি করেছেন। গত ২৩ নভেম্বর নগরীর নিউ মাকের্টস্থ দোস্ত বিল্ডিং এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি আয়োজিত অধ্যক্ষ মোহাম্মদ হোসেন’র স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন জাসদ নেতা ভানুরঞ্জন চক্রবর্তী, ছিদ্দিকুল ইসলাম, প্রনবরাজ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস, সৈয়দ দিদার আশরাফী, রণধীর চৌধুরী ভুলন, মুক্তিযোদ্ধা পঙ্কজ দস্তিদার, বীর মুক্তিযোদ্ধা বিজয় ধর, বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, বীর মুক্তিযোদ্ধা মো. জমির, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, বীর মুক্তিযোদ্ধা অঞ্জন দে, রিমন মুহুরী, নারায়ন দাশ, সমীরন পাল, মোশাররফ হোসেন রুনু, এ.কে এম হানিফুল ইসলাম, সি আর বিধান বড়ুয়া, মো. তিতাস, জিএম পারভেজ, সমীর চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, আহমেদ শরীফ প্রমুখ। বক্তারা বলেন, সাহিত্য শিল্পে বিশেষ গবেষণায় অবদান রাখায় অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানকে রাষ্ট্রীয়ভাবে পুরষ্কারে ভূষিত করার আহব্বান জানান। আলোচনা সভা শেষে লায়ন রণধীর চৌধুরী ভুলনকে অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান সম্মাননা প্রদান করা হয়।