অধ্যক্ষ আবদুল হালিমের বইয়ের মোড়ক উন্মোচন

15

 

বাংলাদেশ টেলিভিশনের নিবন্ধিত গীতিকার অধ্যক্ষ চৌধুরী আবদুল হালিমের লেখা সংগীত বিষয়ক গ্রন্থ ‘আমার শত গান’ বইয়ের ইউনিটভিত্তিক মোড়ক উন্মোচন কার্যক্রম চলছে। ২৬ নভেম্বর সকাল ১১টায় ঐতিহ্যবাহী সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান পানজেরীর আয়োজনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সংগঠক আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে গ্রন্থকার ‘সংগীতের উৎপত্তি ও ক্রমবিকাশ’ এর উপর বক্তব্য দেন। এছাড়া তিনি ‘আমার শত গান’ বইটির বৈশিষ্ট্য তুলে ধরেন। বক্তব্য দেন পানজেরীর সাবেক পরিচালক শিল্পী মুহাম্মাদ জামাল উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন পানজেরীর প্রতিষ্ঠাতা পরিচালক, ক্রিসেন্ট গ্যাসট্রোলিভার হাসপাতাল-ঢাকার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. স ম রফিক। বক্তারা শিক্ষার্থীদের ধৈর্যের সাথে গানের অনুশীলন করা, রাতারাতি স্টার না বনে শিল্পী হবার টার্গেট করা এবং সংগীতের বাণী ধারণের উপর গুরুত্ব আরোপ করেন। ২য় পর্বে প্রধান অতিথি অন্যান্যদের নিয়ে ‘আমার শত গান’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি