অধ্যক্ষ অর্ধেন্দু বিকাশ রুদ্র

56

 

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ বাংলাদেশ-কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রাক্তন ট্রাস্টি, বাংলাদেশ রুদ্রপাল সমিতির চেয়ারম্যান, শিক্ষাবিদ, বহু ধর্মীয় প্রন্থ প্রণেতা, বিশিষ্ট বাগ্মী অধ্যক্ষ প্রফেসর অর্ধেন্দু বিকাশ রুদ্র গতকাল শনিবার রাত ৭টা ১৫মিনিটে নগরের একটি ক্লিনিকে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রাতে হাটহাজারীর ফতেপুর গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাড. তপন কান্তি দাশ, সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়, সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ, বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম চট্টগ্রাম’র সভাপতি শিবু প্রসাদ দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক ভবরঞ্জন বণিক, মাসিক জ্যোতির্ময় প্রকাশক এস প্রকাশ পাল, সম্পাদক আবীর চক্রবর্তী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।