অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার সফল পরীক্ষা চালালো ইসরায়েল

38

ইসরায়েল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। এই ব্যবস্থা দেশটির আকাশসীমা যে কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারবে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এখবর জানিয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয় জানিয়েছে তারা অ্যারো-৩ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। এর ফলে দেশটি নিজেকে রক্ষা করতে সক্ষম হবে। ইরানি একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কয়েকদিনের মধ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষার কথা জানালো ইসরায়েল। স¤প্রতি সিরীয় ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে দেশটি অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। গাজা ও লেবানন থেকে ছোড়া স্বল্প ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরিকল্পনার অংশ হিসেবে অ্যারো-৩ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন করছে ইসরায়েল। ইরানের দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আয়রন ডোম, ডেভিড’র ¯িøং ও অ্যারো-২ প্রতিরক্ষা ইতোমধ্যে গড়ে তুলেছে দেশটি।