অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উনু মং’র বিদায় সংবর্ধনা

7

গত ৮ নভেম্বর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উনু মং কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচছা জানান ও উপহার সামগ্রী তুলে দেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উনু মং আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদায় ১ বছরের প্রশিক্ষণ শেষে ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানা ও চট্টগ্রাম জেলার রাউজান থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দারফুর ও কসোভা তে দীর্ঘ সাড়ে তিন বছর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেন। এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।