অটোরিকশা নিবন্ধনে অনিয়মের অভিযোগ বিআরটিএ রাঙামাটি কার্যালয়ে দুদকের অভিযান

2

রাঙামাটি প্রতিনিধি
সিএনজিচালিত অটোরিকশা নিবন্ধনে অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙামাটি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করেছে।
জানা যায়, রাঙামাটি জেলা শহরে অটোরিকশার নতুন নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও বাড়তি অর্থ আদায় নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানা দুদক রাঙামাটির সমন্বিত কার্যালয়ের কর্মকর্তা ও সদস্যরা।
অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক আকিব রায়হান। কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিআরটিএ রাঙামাটি কার্যালয়ে অভিযান পরিচালনা করেছেন তারা। অভিযানে বিভিন্ন নথি ও তথ্যের খোঁজ নিয়ে বেশকিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে।
দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো. শফিউল্ল্যাহ জানান, বিআরটিএ রাঙামাটি কর্তৃপক্ষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আমাদের লোকজন গিয়ে সেখানে অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে কিছু নথিপত্র নেওয়া হয়েছে। সেগুলোর বিস্তারিত যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাঙামাটি জেলা শহরে অভ্যন্তরীণ যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিকশা। এ কারণে অটোরিকশাই রাঙামাটি শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ যানবাহন। বর্তমানে শহরে অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় নতুনগুলোর নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। এতে নিবন্ধনের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে চালকদের।
দুদক পরিচালিত অভিযানের বিষয়ে বিআরটিএ রাঙামাটি সার্কেলের মোটরযান পরিদর্শক মো. কামাল আহমেদ বলেন, কীসের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে, তা আমরা বলতে পারব না। তারা যেসব কাগজপত্র ও তথ্য চেয়েছেন, আমরা সেগুলোর সঠিক নথিপত্র দেখিয়েছি। তারা আমাদের অফিস থেকে চারটি রেজিস্টার বই নিয়ে গেছেন। তবে সেগুলো দেখে পরে ফেরত দেওয়ার কথা বলেছেন।