অটোরিকশা চোরচক্রের ৬ সদস্য গ্রেপ্তার

10

নিজস্ব প্রতিবেদক

তারা সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিন, চেসিস নম্বর, গাড়ির রং বদলিয়ে ভুয়া কাগজ বানিয়ে বিক্রি করতো অন্যজনের কাছে। এরপর সেই গাড়ি দাপিয়ে বেড়াতো সড়কজুড়ে। এই চোরচক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চোরাই যাওয়া ৬টি সিএনজিচালিত অটোরিকশা। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রায়হান (৩০), মো. হানিফ (৩০), মো. আবু তাহের (৩৫), মো. মনির হোসেন (৪৮), মো. রুবেল মিয়া (২৭) ও মো. নিজাম উদ্দীন।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির জানান, গত মঙ্গলবার রাতে চান্দগাঁও থানাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের ৬ সদস্যকে আটক করে তারা। পরে তাদের জবানবন্দিতে নগরের বিভিন্ন এলাকা থেকে ৬টি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩৩ লাখ টাকা। চক্রটি অটোরিকশা চুরি করে রং পাল্টিয়ে ও ভুয়া কাগজ বানিয়ে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে নগরের চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।