অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের যৌথ সভা

89

চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজি নম্বর ১৪৪১)র শ্রমিক নেতা ও ইউনিয়নের সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা হারুনুর রশীদের সঞ্চালনায় কেন্দ্রীয় প্রতিনিধি ও শাখা প্রতিনিধিদের নিয়ে যৌথ প্রতিনিধি সভা সম্প্রতি চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি মো. রবিউল মওলা। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন চট্টগ্রাম অটোরিকশা ও অটেটেম্পো শ্রমিক ইউনিয়নের সংশোধিত ১২ দফা দাবি ন্যায় ও যুক্তিসঙ্গত বিধায় প্রশাসনের প্রতি উদাত্ত আহŸান জানাচ্ছি। অন্যথায় এ সংগঠন যে কোন আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে। আর সেই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির পূর্ণাঙ্গ সমর্থন থাকবে। ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সংশোধিত ১২ দফা দাবির উল্লেখযোগ্য দাবিগুলো নিয়ে আলোচনা প্রাক্কালে বলেন আমরা বিগত অনেক দিন যাবত এ ১২ দফা নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমাদের ১২ দফার মধ্যে অন্যতম দাবি চট্টগ্রাম মেট্টোপলিটন এলাকার জন্য নতুন চার হাজার অটো রিকশার রেজিস্ট্রেশন প্রদান করার কথা বলেও এখনও পর্যন্ত আমরা কোন প্রতিকার পাইনি। পার্কিং-স্ট্যান্ড নির্ধারণ না হওয়া পর্যন্ত নো পার্কিং-রং পাকিং মামলা দেওয়া বন্ধ করা, সহজ শর্তে অটোরিকশা চালকদের লাইসেন্স প্রদান, দৈনিক মালিকের জমা সহনীয় করা সহ ১২ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বৃহত্তর থেকে বৃহত্তর কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে। মাসব্যাপী আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য ইউনিয়নের শাখা প্রতিনিধি, থানা প্রতিনিধি ও কেন্দ্রীয় প্রতিনিধিদের প্রতি উদাত্ত আহŸান জানান। বক্তব্য রাখেন ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মদ বিপ্লব, সহ-সম্পাদক ওমর ফারুক, ইউনিয়নের অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আজিজুল হক, আবু হাওলাদার, সিরাজুল ইসলাম, পেয়ার মোহাম্মদ, সদস্য মো. কামাল ভান্ডারী, হাটহাজারী থানা শাখার সভাপতি মো. আলী আকবর, ওমেন কলেজ শাখা সভাপতি মো. হাসান মোল্লা, মিস্ত্রি পাড়া শাখা সেক্রেটারি মো: শফি, পাহাড়তলী থানা শাখার সভাপতি মো. মানিক, ফিরিঙ্গীবাজার শাখার সিনিয়র সহ সভাপতি মো. বাবুল প্রমুখ। বিজ্ঞপ্তি